৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

তিতাস নদীতে কচুরীপানার কারণে নৌকা চলাচল বন্ধ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ , ২৬ এপ্রিল ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

নিজস্ব প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব পাশের তিতাস নদীতে কচুরীপানার কারণে বন্ধ রয়েছে নৌকা চলাচল। শহর থেকে নদীর পূর্ব পাড়ের গ্রামগুলোর মানুষের যাতায়াতও অনেক কষ্টকর হয়ে পড়েছে। বিশেষ করে এ সময় বিল থেকে ধানের নৌকা চলাচল বন্ধ হয়ে গেছে।

খোঁজ নিয়ে জানা যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার এই তিতাস নদীর কচুরীপানার এ সমস্য অনেক পুরাতন সমস্যা। এ বছরের গত ৩/৪ মাস ধরে তিতাস নদীর এই বেহাল অবস্থা। শহরের মেড্ডা ও আনন্দবাজার ঘাট এবং গোপীনাথপুর গ্রামের একটি ঘাটসহ মোট ৪টি ঘাট দিয়ে প্রতিদিন খেয়া পাড়ি দিয়ে সীতানগর, কাশীনগর এবং বিজয়নগর উপজেলার বিভিন্ন গ্রামের শতশত মানুষ শহরে আসা যাওয়া করে।

নৌকা ঘাটের মাঝিরা জানান, দীর্ঘ দিন থেকে এই তিতাস নদী সংরক্ষণের অভাবে কচুরীপানা জমে নদী একবার পাড়ি দিতে এক ঘণ্টা সময় লেগে যায়। এমনিতে নদী পরিস্কার থাকলে ৪/৫ মিনিটেই পার হওয়া যায়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন