২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

ত্যাগের মহিমায় সবাই ত্রাণ দিতে এগিয়ে আসুন- প্রফেসর ফাহিমা খাতুন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ , ২৫ এপ্রিল ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

সবাইকে জানাই রমযানুল মুবারক । বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে এবার রোজা ভিন্ন মাত্রা নিয়ে এসেছে। যাঁরা বেশি ধর্মকর্ম করতেন না, তাঁরাও এখন ঈশ্বরের আশ্রয় প্রার্থনা করছেন। কিন্তু মানবতা ছাড়া ধর্ম পালনের কোন অর্থ নেই।

আমরা যারা মোটামুটি স্বচ্ছল এবং ফিক্সড ইনকাম গ্রুপের তাদের কিন্তু এই রোজায় খরচ অনেক কমে গেছে। যাতায়াত খরচ নেই , প্রতিদিন বাইরে থেকে হালিম, জিলাপী আনা নেই, ঈদের কেনাকাটা নেই। সবচাইতে বড় হল দেশে সরকারি, বেসরকারি শত শত ইফতার পার্টি নেই। এই টাকাগুলো আসুন আমরা সবাই নিরন্ন মানুষের জন্য খরচ করি।

আমরা প্রত্যেকে ( যাদের সুযোগ আছে ) এই সাহায্যটুকু যদি করি এটাই হবে সবচাইতে সঠিক ধর্ম পালন। আমরা আল্লাহকে ভয় করি। মানুষের পাশে দাঁড়াই। বড় বড় সংস্থার ইফতার পার্টির টাকা, আমাদের কেনাকাটার টাকার সদ্ব্যবহার করি।

প্রফেসর ফাহিমা খাতুন
ট্রেজারার, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়।
সাবেক মহাপরিচালক গ্রেড-১, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন