জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ , ২৫ এপ্রিল ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মার্কেটের এভাবেই দিনের পর দিন ধরে বসে আছে বাড়ি ফিরতে না পারায় কিছু অসহায় মানুষ। কথা বলে জানতে পারলাম তারা ভিক্ষুক নয় পরিবহন বন্ধের কারণে তারা তাদের নিজের জেলায় ফিরতে পারছে না। তাই তাদের অনেকটাই অসুবিধায় পড়তে হচ্ছে সমস্যা হচ্ছে খাবার-দাবারে যদি কোন ব্যক্তি তাদেরকে খাবার দিয়ে যায় তাহলে তারা খাবার খেতে পারে। তাদের কাছে যে পরিমাণ অর্থ ছিল তা অনেক আগেই শেষ হয়ে গেছে। একটা লোক আশিকুল আলমের কাছে অনেক আকুতি করাতে সামর্থ্য অনুযায়ী কিছু খাবারের
ব্যবস্হা দিয়েছে। বিত্তবান ব্যক্তিদের কাছে অনুরোধ যে কয়দিন তারা আছে তাদের অন্তত খাবারের ব্যবস্থা করুন। জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিশেষভাবে অনুরোধ করছি মানবিক দিক বিবেচনা করে বিশেষ ব্যবস্থায় তাদেরকে বাড়ীতে পৌঁছার ব্যবস্থা করে দিলে এই লোকগুলো বেঁচে যাবে।
মনির হোসেন টিপু, সাংবাদিক আনন্দ টিভি
আপনার মন্তব্য লিখুন