৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

করোনা ভাইরাস এর ভ্যাক্সিন মানবদেহে প্রয়োগের সফলতা কামনা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ , ২৩ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

আমরা আশায় রইলাম করোনা ভাইরাস এর ভ্যাক্সিন মানবদেহে প্রয়োগের সফলতা আসবে অবশ্যই এবং যদিও প্রফেসর সারা গিলবার্ট তা মানবদেহে প্রয়োগের ৮০ ভাগ সফলতার কথা দাবী করেছেন।
আমরা ও আশায় রইলাম,
তবেই বেঁচে যাবে বিশ্ববাসী ও বিশ্ব মানবতা।

আগামীকাল করোনাভাইরাস ভ্যাকসিন হিসেবে লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সারা গিলবার্টে তৈরী #Chadox1 মানব শরীরের প্রয়োগ করা হবে ১ থেকে ৯০ বছর বয়সে করোনা আক্রান্তদের শরীরে। সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, এই Chadoox1 ভ্যাকসিন যেনো সফল হয়। এর আগে আফ্রিকা #ইবোলা রোগের ভ্যাকসিন আবিষ্কার করে জগৎ বিখ্যাত হয়েছিলেন সারা গিলবার্ট। আগামীকাল গোটা পৃথিবী তাকিয়ে থাকবে সারা গিলবার্টের করোনাভাইরাস ভ্যাকসিন আবিষ্কার সফল প্রয়োগের জন্য। এই মহান নারীর প্রতি দুই হাত তুলে সবাই মানবজাতির জন্য পার্থনা করেন
সংগৃহীতঃ ডাক্তার Akter alam এর আইডির স্ট্যাটাস

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন