“পাশে আছি আমরা”র উদ্যোগে বিভিন্ন জনকে আর্থিক সহায়তা প্রদান
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ , ২১ এপ্রিল ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগেব্রাহ্মণবাড়িয়ায় মাউশির সাবেক মহাপরিচালক ও ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুনের নিবিড় পরিচালনায় শিক্ষা পরিবারের সদস্যদের নিয়ে গড়া ” পাশে আছি আমরা ” করোনা ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে কর্মহীন,নিম্নআয় ও অসহায় মানুষের জন্য অার্থিক সহায়তা প্রদান করা হয়। এ পর্যায়ে ২০০ জন সিএনজি,অটো ও রিক্সা ড্রাইভারের মাঝে নগদ ৫০০ টাকা হারে ১০০০০০/-টাকা,৫০ জন কর্মহীন নিম্ন আয়ের মানুষের মধ্যে ১০০০/-টাকা হারে ৫০,০০০/-টাকা এবং ২২০ জন অসহায় মানুষের মধ্যে নগদ ৫০০টাকা হারে ১,১০,০০০/টাকা প্রদান করা হয়।
বৈশ্বিক পরিস্থিতির শিকার এই মানুষগুলোর জন্য “পাশে আছি আমরা ” র পক্ষ হতে মানুষের জন্য ভালোবাসার উপহার।এসময় জেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক অাল মামুন সরকার, সংগঠনের সমন্বয়কারী ওসমান গনি সজিব, নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন
২০.৪.২০২০,মাই টিভি নিউজ
আপনার মন্তব্য লিখুন