২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সমগ্র ব্রাহ্মণবাড়িয়ায় ১১৫০ পরিবারে সমাজসেবা অধিদফতরের ত্রাণ সহায়তা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ , ২০ এপ্রিল ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

ডেস্ক রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ায় ৯টি উপজেলার ১১৫০ পরিবারের জন্য সমাজসেবা অধিদফতরের দেয়া খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়েছে। সোমবার বেলা ১১টায় ওই সামগ্রী দেয়া হয়।
পৌর এলাকার পূর্ব মেড্ডায় অবস্থিত জেলা সমাজসেবা কার্যালয় চত্বরে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসি হায়াত উদ দৌলা খাঁন।

এতে প্রতিটি পরিবাররের জন্য ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল ও ১ কেজি লবন বরাদ্দ দেয়া হয়।

আরো উপস্থিত ছিলেন, অ্যাডিশনাল ডিসি (রাজস্ব) ইলিয়াছ মেহেদি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, জেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদুল আলম তাপস, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএএইচ মাহবুব আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন