৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

চ্যানেল আই এর উপস্থাপিকা সোমা ইসলাম ভুল তথ্য থেকে বিরত থাকুন_#

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:০৯ পূর্বাহ্ণ , ২০ এপ্রিল ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

রুমেল খন্দকারঃ আপনার অজ্ঞতার জন্য আপনার জানা ছিল না যে ব্রাহ্মণবাড়িয়ার কোন সাংসদীয় নির্বাচনী এলাকায় গতকাল একজন ধর্মীয় গোষ্ঠীর নেতার জানাযা হয়েছিল।

গতকাল জানাযায় লোকসমাগম হয়েছিল….
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বেড়তলা নামক স্থানে যা ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদ নির্বাচনী এলাকা হিসাবে পরিচিত ঐ এলাকার সাংসদ বিএনপি’র। ঐ সংসদীয় আসনের এমপিকে বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সংসদীয় ৩ নং আসনের মাননীয় সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী মহোদয়কে কল দেওয়ার যৌক্তিকথা বোধগম্য নয়।

আপনার অজ্ঞতা আপনার প্রশ্ন করার মধ্যেই বুঝা যায়।

জনাব মোকতাদির চৌধুরী এমপি মহোদয় নিজ এলাকায় নেই, এ বিষয় নিয়ে কথা বলা সঠিক হয়নি।

প্রধানত ৩ টি কারণে তিনি ঢাকায় ছিলেন।

১, সংসদ অধিবেশনে যোগ দান:

১৮ এপ্রিলে সাংবিধানিক বাধ্যবাদকতার কারণে জাতীয় সংসদ অধিবেশন থাকায় এমপি মহোদয় ঢাকা অবস্থান করেছিলেন।

২. একজন মুক্তিযোদ্ধা হিসেবে অন্য একজন মুক্তিযোদ্ধার জানাযায় (সামাজিক দূরত্ব বজায় রেখে ) অংশগ্রহণ :

সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সিরাজুল হকের স্ত্রী এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি’র মাতা মুক্তিযোদ্ধা জাহানারা হকের জানাযায় অংশগ্রহণ করেছিলেন।

৩. ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়ার জেলা সমিতির সভায় অংশগ্রহণ:

জনাব মোকতাদির চৌধুরী এমপি মহোদয় ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়ার জেলা সমিতির সভাপতি হওয়ার কারণে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে
ব্রাহ্মণবাড়িয়া জেলার হ্মতিগ্রস্থ মানুষের ত্রাণ সহযোগীতা দেওয়ার জন্যে জাতীয় সংসদ ভবনে তাঁর নিজ কার্যালয়ে একটি জরুরি সভায় সভাপতিত্ব করেছিলেন।

জনাব সোমা ইসলাম আপনার প্রশ্ন করার ধৃষ্টতায় আপনার দীনতা প্রকাশ পেয়েছে।

খালেদা জিয়া জামিনে বের হওয়ার দিন ও গত ২৪, ২৫ মার্চে সরকারের বিশেষ ছুটির ঘোষণার পর বাস রেলষ্টেশন, সদর ঘাটে সাধারণ মানুষের উপচে পড়া ভীড়ের সময় আপনি কি নীরুর মত বাঁশি বাজিয়ে ট্রয় নগরীর ধ্বংস দেখছিলেন?

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন