#কেউ না খেয়ে মারা_যাবেনা—
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ , ১৯ এপ্রিল ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
কেউ ভালো নেই। অামরা সবাই ঘাতক করোনা’র অাতঙ্কে দিশেহারা হয়ে পড়েছি।
বন্ধুরা কর্মহীন একটি মানুষও না খেয়ে মারা যাবে না। যদি বা অামরা অাহমকের দলকে সচেতন করে ঘরে ঢ়ুকাতে না পারি তাহলে হয়তো বা এক সময় ক্ষুধার্ত মানুষ খুঁজে পাওয়া যাবে না। দীর্ঘ হবে মৃত্যুর এ মিছিল।
কর্মহীন ৫ কোটি মানুষের জন্য সরকারের পাশাপাশি যদি ১ কোটি বিত্তবান মানুষ ভালবাসার হাত এগিয়ে দেয় তাহলে ইনশাআল্লাহ একটি প্রাণও অনাহারে ঝরে যাবেনা। নতুবা অাজকে যে সব প্রিয় ছাত্র জনতা, সমাজ সেবক ভাই, বোন,বন্ধুরা অাপন জনদের মায়া মমতা ও ভালবাসা বিসর্জন দিয়ে জীবনের চরম ঝুঁকি নিয়ে বিপন্ন মানবতাকে বাঁচার জন্যে নিজেকে যে ভাবে উজার করে নিবেদেন করছে এর সবই হয়তো বিফলে যাবে। যেখানে এই অদৃশ্য শক্তির মোকাবেলার প্রিয় যোদ্ধা ডাক্তার গণ নিরাপদ নয়,সেখানে এই কিছু অাহমকরা সাধারণ মানুষ তথা তাদের অাপন জনদের জীবন নিয়ে নিছক তামাশা ছাড়া অার কিছুই করছে না। তাই অাগে তাদেরকে ঘরে ঢ়ুকার ব্যবস্থা করতে হবে।শেষটাই না হলে–বাঁশের_ডোজ_
লেখক— এমদাদুল হক
আপনার মন্তব্য লিখুন