#সতর্ক_বার্তাঃ রাস্তাঘাটে ফ্রি মাস্ক নেয়া থেকে সতর্ক থাকুনঃ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ , ১৭ এপ্রিল ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগেমনির হোসেন টিপুঃ রাস্তা দিয়ে হেটে যাচ্ছেন।
হুট করে একজন অনেক গুলো মাস্ক নিয়ে এসে বললো ,
আমরা অমুক সামাজিক সংস্থা থেকে এসেছি ফ্রি মাস্ক বিতরণ করতে।
আপনিও মনের আনন্দে মাস্কটি মুখে নিয়ে হাটা শুরু করলেন এবং এরপর যে কি হলো তা আর আপনার মনে নাই।
যখন সবকিছু মনে পরলো তখন আপনি হয়তো কোন হাসপাতালের বিছানায়।
আপনার মোবাইল, মানিব্যাগ সব লাপাত্তা কারন ওই ফ্রি মাস্কের মিশানো ছিলো চেতনানাশক ওষুধ।
সবাই সাবধানে থাকবেন।
কিছু অসাধু মানুষ আছে যারা দেশের বর্তমান অবস্থাকে পুঁজি করে এই রকম খারাপ কাজ করলেও করতে পারে।
বিশেষ করে আমাদের দেশে এইরকম ঘটনা ঘটা খুব অস্বাভাবিক কিছুই না।
তাই, মাস্ক কিংবা ফ্রি কিছু নিতে গেলে বুঝে শুনে নিবেন।
আপনার মন্তব্য লিখুন