সাংবাদিক নামে কলঙ্ক
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ , ১৬ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
গত, ১৩-০৪-২০২০ ইং তারিখে বিকাল ফেইসবুকে আমার পিতা বর্তমান বুধল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক আর বর্তমান মজলিশ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব তাজুল ইসলাম এর নিকট আসিয়া শরিফুল ইসলাম সাংবাদিক বলিয়া ইউনিয়ন পরিষদে আসিয়া ১০,০০০/= টাকা দাবী করিয়া বলে যে, সাংবাদিক হিসাবে আমি পাইয়া থাকি। আমার পিতা জনাব আব্দুল হক ও তাজুল ইসলাম টাকা দিতে অস্বীকার করিলে তাৎক্ষনিক তাহার সঙ্গে থাকা মোবাইল দিয়া ছবি উঠাইয়া বলে যে, ফেইসবুকে সরকারী চাউল আত্নসাৎ মর্মে লিখিয়া ছারিয়া দিবে বলে চলিয়া যায়, এবং মিথ্যা ভাবে খবর সাজাইয়া ফেইসবুকে ছারিয়া দিলে পরবর্তী সময় দেখিতে পাইয়া উক্ত সাংবাদিক নাম দারি শরিফুল ইসলাম এর ফেইসবুকে দেখিতে পায় যে, সাংবাদিক নিজে ফেন্সিডিল খাইতেছে সমাজে এমন সাংবাদিক এর কথা যদি মানুষ শুনে ও ছবি দেখে তবে সাংবাদিক এক মহত পেশা তাহার উপর নেশা ও দেশের মানুষ আস্তা হারাইয়া ফেলিবে আমি কিশ্বাস করি উক্ত সাংবাদিকের মিথ্যা তথ্য এর উপর দিক্ষার দেওয়া উচিত।
সে সময়কালের সাংবাদিক বলিয়া আসিতেছে,
সংগৃহীত মোজাম্মেল হক
আপনার মন্তব্য লিখুন