লক ডাউন এর নিয়ম নীতি মেনে না চললে কঠোর ব্যবস্থা– জেলা প্রশাসক
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৩৮ পূর্বাহ্ণ , ১৬ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
ডেস্ক রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের দিকনির্দেশনা ভ্রাম্যমান আদালত লকডাউন অমান্য করায় ২৬ জন দোকানদারসহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ৭৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
আজ ১৫ এপ্রিল ২০২০ তারিখ, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়নে ব্রাক্ষণবাড়িয়া শহরসহ ০৯ টি উপজেলায় সরকারি আদেশ অমান্য করে বিনা কারণে বাইরে ঘুরে বেড়ানো, দোকান খোলা রাখা এবং গণজমায়েত করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২৬ জন দোকানদার ও ২৬ জন ব্যক্তিকে সর্বমোট ৭৯,৫৫০/- টাকা জরিমানা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক সবাইকে অনুরোধ করে বলেন লকডাউন মেনে চলতে,যারা লকডাউন এর নিয়ম-নীতি মেনে না চলে আইন অমান্য করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আপনার মন্তব্য লিখুন