৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি#

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ , ১৬ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মোশাররফ হোসেন বেলালঃ ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম পাইকপাড়ার বোর্ডিং মাঠ সংলগ্ন আব্দুল আলীম ওয়াক্‌ফ এস্টেস জামে মসজিদ। দীর্ঘ দিন এক প্রভাবশালী মসজিদের জায়গায় তার রেন্ট এ কার ও ২টি অ্যাম্বুলেন্স রাখছেন। মসজিদ কমিটির লোকজন গাড়ি না রাখার জন্য অনুরোধ করেন। কিন্তু ওই প্রভাবশালী তাতে কর্ণপাত করেননি। এমনকি শুক্রবার জুম্মা নামাজের সময় আগত মুসল্লিতের মসজিদের ভেতরে জায়গার সংকুলান না হওয়া বাধ্য হয়ে মসজিদের মাঠে অতীতে নামাজ আদায় করতেন। কিন্তু গাড়ি রাখার কারনে মহল্লার মুসল্লিরা জায়গা না পেয়ে অন্যত্র গিয়ে নামাজ পড়ছেন। সম্প্রতি মসজিদ কমিটির লোকজন তাকে গাড়ি সরানোর কথা বললে তিনি এখানে গাড়ি রাখার ছাউনি নির্মান করবেন বলে জানিয়েছেন। এদিকে তার অ্যাম্বুলেন্স রোগী নিয়ে নিয়মিতে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করছেন। এদিকে করোনা মত মহামারী ছড়িয়ে পড়ায় মসজিদে আসা মুসল্লীরা ও এলাকাবাসী আতংকে রয়েছেন। ওয়াক্‌ফ জায়গাটি দখল হয়ে পড়ে। জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন পশ্চিম পাইকপাড়ার শান্তিপ্রিয় মুসল্লিগন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন