হিংস্র পশুদের আচরনে পা হারিয়ে দুইদিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে মারা গেলেন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৩৫ পূর্বাহ্ণ , ১৫ এপ্রিল ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
ব্রাহ্মনবাড়িয়া নবীনগরের গৌরনগর থানাকান্দি, হাজির হাটি, সাতঘরহাটি.সহ চার গ্রামের ঝগড়াই মানুষ রুপি শয়তানদের হিংস্র আচরনে নিরহ রিক্সা চালক মোবারক মিয়া অবশেষে পা হারিয়ে গত দুইদিন মৃত্যুর সাথে লরাই করে আজ রাত ১ টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছেন…….ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,,, আল্
উল্লেখ্য গত রবিবার পা কাটা মোবারক মিয়ার স্ত্রীর আর্তনাদ করে বলেন, নবীনগর উপজেলার থানারকান্দি গ্রামে ঘটে যাওয়া ঘটনাতে সে ছিল না সম্প্রতি করোনা ভাইরাসের জন্য গ্রামের বাড়ি আসছিলেন।
নির্যাতিত ব্যাক্তি একান্তই নিরহ এবং খুব দরিদ্র পরিবারের ছেলে।তার মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মন্তব্য লিখুন