২১শে মার্চ, ২০২৩ ইং | ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

EN

ডাক্তার মাঈন উদ্দিন করোনা যুদ্ধে প্রথম শহীদ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ , ১৫ এপ্রিল ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

আবার ছোট্টো দু জন শিশুর পিতা,এক জনের স্বামী একটি পরিবারের অবলম্বন।
তিনি আর কথা বলবেন না,করোনা রোগির সেবা দিতে গিয়ে মৃত্যু কে আলিঙ্গন করেছেন, তিনি আর কনো দিন তার সন্তান দের আদর করবেনা, ছোট্টো সন্তান ও হয়ত তাদের বাবার চেহারা মনে রাখতে পারবেনা।

তবে একজন মনে রাখতে পারবেন, তিনি হলেন সাদা শাড়ি পরিহত বিধবা স্ত্রী। যিনি তার পিতৃহারা সন্তানদের নিয়ে আজীবন পাহাড় সমান কষ্ট নিয়ে নীরবে নিভৃতে কেঁদে যাবেন।

করোনার সাথে লড়াই করে যিনি তাঁর জীবন উৎসর্গ করেছেন তাদের মত শহিদ যোদ্ধাদের রাষ্ট্র যেন কখনো ভুলে না যায় তাদের পরিবার ও সন্তান দের পাশে রাষ্ট্রের পৃষ্ঠ পোষোকতা সব সময় যেন বজায় থাকে। কারন তারা তো আমাদের ভালো রাখতে নিজের প্রাণ টুকু দিয়ে দিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন