রাজধানীর ওয়ারীতে করোনা ভাইরাসে মৃত লাশের জানাযা ও দাফনের জন্য স্বেচ্ছাসেবী আলেমদের টিমের একজন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ , ১৪ এপ্রিল ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
রাজধানীর ওয়ারীতে করোনা ভাইরাসে মৃত লাশের জানাযা ও দাফনের জন্য স্বেচ্ছাসেবী আলেমদের টিমের এক অল্প বয়স্ক মাওলানা দাড়িয়ে আছে জানাযা ও দাফনকাজ সম্পন্ন করার জন্য।
করোনা ভাইরাসে কে মরবে কে বাচবে জানিনা। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হলে টকশো তে, নাটকে, বক্তব্যে যখন দাড়ি টুপিওয়ালাদের নিয়ে মন্তব্য করা হবে, খাটের তলা থেকে বুদ্ধিজীবী নামক জীবেরা বের হয়ে মানবতার বুলি কপচাবে, আলেমদেরকে কাঠমোল্লা বলে গালি দিবে, তখন এই ছবিটি দেখাবেন এবং শরীরের সকল শক্তি দিয়ে দুই গালে দুইটা থাপ্পড় দিয়ে বলবেন, এই ছবির তরজমা কর সুবিধাবাদী দল।
মহামারীতে চেতনার ফিল্টার কাজে লাগেনা। মহামারীর সময় বুদ্ধিজীবীরা হলো খাটের তলা নিবাসী, অনেকে হয়ে যান চাল চোর এবং যোদ্ধা হয় ডাক্তার, নার্স ও সেবা কর্মীরা।
©সংগৃহীত পোস্ট
আপনার মন্তব্য লিখুন