৭ই জুন, ২০২৩ ইং | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

বোরো ধানের ফসল তুলতে ৫০% ভর্তুকিতে ৪টি কম্বাইন হারভেস্টার বিতরণ- জেলা প্রশাসক

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ , ১৩ এপ্রিল ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

ব্রাহ্মণবাড়িয়া জেলায় চলতি রবি মৌসুমে ১১০৮৮৫ জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। পাঁকা এ ধান কৃষকের ঘরে তোলার জন্য দেশের ৯ টি জেলা থেকে ১৬৯৬৮ জন কৃষিশ্রমিকের আগমন নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে । কৃষির যান্ত্রিকীকরন বাড়াতে প্রণোদনা কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় আজ ১২ এপ্রিল ২০২০ তারিখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৫০% ভর্তুকিতে ৪টি কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়। একই সাথে ধান কাঁটা,মাড়াই,ঝাড়াই ও বস্তাবন্দী করার কাজ করবে হারভেস্টার এ মেশিনটি। এ যন্ত্রটি ব্যাবহার করে ৫ লিটার জ্বালানীর মাধ্যমে এক বিঘা জমির ধান কাঁটতে ২৫ থেকে ৩০ মিনিট সময় লাগবে যার ফলে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ,উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,ইউএনও সদর, উপজেলা ভাইস-চেয়ারম্যান,সদর , সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা কৃষি কর্মকর্তা,সদর,ব্রাহ্মণবাড়িয়া ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন