ব্রহ্মনবারিয়া পৌর বাসীর জন্য এডঃ খোকনের মানবিক দিক গুলো প্রশংসনীয়
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ , ১৩ এপ্রিল ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগেগত ২৫শে মার্চ থেকে মানুষ অঘোষিত গৃহবন্দি হয়ে চরম হতাশার মধ্যে দিন কাটাচ্ছে, সামনে অনিশ্চিত একটি অবস্থা, কেউই খুঁজ খবর খুব একটা রাখেনা ব্রাহ্মণবাড়িয়া পৌরবাসীর। ব্যতিক্রম শুধু একজন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহাবুব আলম খোকন মানবিক দিক বিবেচনা করে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অসহায় পরিবারের মাঝে সাধ্যমত ত্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছেন। ঘরবন্দী মানুষের দুঃখকষ্ট কিছুটা হলেও লাঘব করার লক্ষ্যে, তিনি প্রতিদিন কোন না কোন জায়গায় অসহায়দের জন্য কিছু একটা করছেন যা অন্যদের মাঝে তেমন একটা দেখা যাচ্ছে না। দল-মত নির্বিশেষে পরিচিত মুখগুলো এগিয়ে আসলে আর যাই হোক পৌরবাসীর বর্তমান প্রেক্ষাপটের অভাব-অনটন অনেকটাই দূর হয়ে যেতো। নিরাশার মাঝে আশার বাতিঘর যারা জ্বালিয়ে রেখেছে এডঃ মাহবুবুল আলম খোকন তাদের মধ্যে অগ্রগামী। করোনা ভাইরাসের মধ্যে জিবনের ঝুঁকি নিয়ে যে ভাবে সাধারন মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়েছে তা প্রশংসার দাবী রাখে।
আপনার মন্তব্য লিখুন