দেশে করোনায় আরও ৫ জন সহ মৃতের সংখ্যা বেড়ে ৩৯
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ , ১৩ এপ্রিল ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
মেহেদী হাসান মুকুটঃ দেশে গত ২৪ ঘন্টায় ১৫৭০ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসে নতুন রোগী শনাক্ত হয়েছে ১৮২ জন।
আজ সোমবার (১৩ এপ্রিল), করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক অনলাইন ব্রিফিংয়ে জানান, দেশে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯এ আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। নতুন সংক্রমন সহ সর্বমোট করোনা রোগীর সংখ্যা দাড়িয়েছে ৮০৩ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ৩ জন, এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৪২ জনে। নতুন ৫ মৃত্যু নিয়ে সর্বমোট মৃতের সংখ্যা ৩৯ জনে দাড়িয়েছে। করোনা আক্রান্তের ৫০ ভাগ ই ঢাকার।
তিনি বলেন, ইতিমধ্যেই কমিউনিটি সংক্রমণ হয়ে গেছে। এটি ছড়িয়ে পড়া বন্ধ করতে সবচেয়ে বড় অস্ত্র হলো ঘরে থাকা, ঘরে থাকা এবং ঘরে থাকা।
স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানা যায় যে, আমরা করোনাভাইরাস নিয়ে যে সকল নতুন পরিকল্পনা করেছি তাদের মধ্যে অন্যতম হচ্ছে পরীক্ষার সংখ্যা বাড়ানো যা আমরা পরিকল্পনা মোতাবেক বাড়িয়ে আসছি। আমরা শুধু শহর না কমিউনিটি ক্লিনিক গুলোর ডাক্তারদের ও করোনা প্রতিরোধে ট্রেনিং এর আওতায় নিয়ে এসে এই সমস্যা শক্তভাবে মোকাবেলা করব। আপনার যারা স্বাস্হ্য কর্মীদের স্বজন তাদেরকে আমরা বলতে চাই আমাদের যথেষ্ট পিপিই মজুদ আছে এবং গার্মেন্টসগুলোতেও উৎপাদন চলছে। আপনারা তাদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে চিন্তিত হবেন না। আমাদের হটলাইন সার্বক্ষণিক চালু আছে। যে কোন সমস্যায় আমাদের সাথে যোগাযোগ রাখুন।
দেশে করোনাভাইরাসে অর্থাৎ কোভিড-১৯এ প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
আপনার মন্তব্য লিখুন