২রা জুন, ২০২৩ ইং | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

বিশ্বাস করা যায়ঃ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ , ১২ এপ্রিল ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

বিশ্বাস করা যায়ঃ
সোমালিয়ায় অবস্থানরত ইতালিয়ান ডেলিগেশন সোমালিয়ায় অবস্থানের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও ইতালি ফেরত আসলেন না। বললেন-সোমালিয়ায় অবস্থানের ভিসার মেয়াদ বাড়াতে। আর সোমালিয়ার প্রধানমন্ত্রী বৃটেনে ফিরলেন। সেখানেই করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

বিশ্বাস করা যায়ঃ
জি ২০ এর সম্মেলনে বলা হয়েছিলো- সামরিক শক্তিতে আর অর্থনৈতিক সমৃদ্ধিতে আমাদেরকে পরাভূত করার মতো কেউ নেই।
মাত্র তিন মাসের মাথায় অর্থনৈতিক ক্রাশের ভয়ে খোদ জার্মানের অর্থমন্ত্রীই সুইসাইড করলেন। আজ এই বৃহৎ শক্তি আতঙ্কিত।

বিশ্বাস করা যায়ঃ
উপাসনালয়গুলো খালি পড়ে থাকবে। ডাক্তার রোগি দেখতে অস্বীকার করবে।

বিশ্বাস করা যায়ঃ
অসুস্থ প্রিয়জনের শয্যাপাশে প্রিয়জন থাকবেনা।
নিষিদ্ধ হিজাবের দেশে মাস্ক পরা বাধ্যতামূলক হবে।

বিশ্বাস করা যায়ঃ
বৃটিশ প্রধানমন্ত্রীর সাহচর্য পেতে যেখানে সবাই উন্মুখ। সেই বৃটিশ প্রধানমন্ত্রীকে ছেড়ে তাঁর সেক্রেটারি পেছনের দরজা দিয়ে দৌড়ে পালাবে।

বিশ্বাস করা যায়ঃ
অবৈধ ম্যাক্সিকানদের আগমন ঠেকাতে ট্রাম্প দেয়াল তৈরি করেন। এখন ম্যাক্সিকান সরকারই আমেরিকানদের আগমন ঠেকাতে বর্ডার বন্ধ করে দেয়। কে কাকে আসলে নিয়ন্ত্রণ করে!!!!

বিশ্বাস করা যায়ঃ
মাত্র দুমাস আগে মরক্কো হয়ে অবৈধ অভিবাসীরা বোটে চড়ে স্পেনে প্রবেশ করছিলো। এখন স্পেনিশরাই বোটে চড়ে মরক্কো প্রবেশ করছে।

বিশ্বাস করা যায়ঃ
২০২০ সালে মানুষ বলেছিলো গাড়ি আকাশে উড়াবে। এখন সেই মানুষ ঘরে বন্দি হয়ে হাত ধোয়া, কুলি করা, নাকে পানি দেয়া শিখছে।

মাত্র তিনমাস আগে এইসব কথাগুলো যদি বলা হতো- তবে কে বিশ্বাস করতো। সামান্য এক অদৃশ্য ক্ষুদ্র ভাইরাস পৃথিবীর সব হিসাব নিকাশ আর চিরায়ত বিশ্বাসকে ভেঙ্গে একেবারে চুরমার করে দিয়েছে।

মনে রাখতে হবে আমি যতবড় ক্ষমতাশালী হয় না কেন ক্ষমতা দেয় এবং নেয়ার ওই একজন।
মনির হোসেন টিপু
সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া টাইমস

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন