ভাগ্য নির্ধারণী রজনীতে দুর্ভাগ্যের ইতিহাস— ঃঃ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ , ১০ এপ্রিল ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
পার্থ কিবরিয়াঃ গতকাল ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে ঘটে যাওয়া পাশবিকতার শিকার ধর্ষিতা শিশুর পাশে দাঁড়ালেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট লোকমান হোসেন ও সাধারণ সম্পাদক এম সাইদুজ্জামান আরিফ ও আমি অধম। জেলা সদর হাসপাতালে শিশুটিকে দেখতে গিয়ে আর্থিক সহায়তা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতা। এ সময় শিশুটির অভিভাবক কে আশ্বস্ত করা হয় সকল প্রকার আইনি সহায়তা সহ ধর্ষণকারীর বিচার না হওয়া পর্যন্ত তাদের পাশে থাকার। সামাজিক দূরত্ব বজায় রেখে হাসপাতালে ছুটে যান সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম সাবেক ছাত্রনেতা নাঈমুর রহমান, সালাউদ্দিন নিলয়।
আপনার মন্তব্য লিখুন