৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে প্রথম রোগী শনাক্ত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ , ১০ এপ্রিল ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মেহেদী হাসান মুকুট : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পেশায় এক বৃদ্ধ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার বয়স ৬৫ বছর। তিনি নবীনগর উপজেলার আলমনগর গ্রামের উত্তরপাড়ায় বসবাস করে আসছেন।

ওই বৃদ্ধের এক আত্বীয় জানান, গত ২ এপ্রিল হৃদরোগের সমস্যা নিয়ে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এরপর কুমিল্লা থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কিছু পরীক্ষা-নীরিক্ষা করা হয়। পরীক্ষার পর করোনাভাইরাসের লক্ষণ আছে জানিয়ে তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যেতে নির্দেশনা দেন চিকিৎসকরা।

এরপর তাকে ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে করোনাভাইরাস পরীক্ষা করা হয় তার। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে হাসপাতাল থেকে আমাদের ফোন করে জানানো হয় ওই বৃদ্ধ করোনাভাইরাসে আক্রান্ত।

ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন এর ফেইসবুক পেইজে ও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন