জেলা নাগরিক ফোরাম উদ্যোগ ত্রাণ সামগ্রী বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ , ৯ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
-
মানুষ মানুষের জন্য
জেলা নাগরিক ফোরাম, ব্রাহ্মণবাড়িয়ার
ক্ষুদ্র সহযোগিতা……..
জেলা নাগরিক ফোরাম, ব্রাহ্মণবাড়িয়া আজ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে। জেলা নাগরিক ফেরামের সভাপতি পিযুষ কান্তি আচার্য, সাধারণ সম্পাদক বীর মুক্তিযুোদ্ধা রতন কান্তি দত্ত, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সুদ্দিকী, মোঃ সাফির উদ্দিন চৌধুরী রনি, নীহার রঞ্জন সরকার, দপ্তর সম্পাদক আশিক কবির চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক জাকির হোসেন, পৌর নাগরিক ফোরামের সভাপতি আল ফয়সল, ৪ নং ওয়ার্ড কমিটির সভাপতি জুয়েল রানা প্রমুখ।
দেশের এই ক্লান্তি লগ্নে কিছু মানুষ যারা দিন আনে দিন চলে অসহায়দের জন্য ক্ষুদ্র প্রয়াসে সম্পৃক্ত ও সহযোগিতা করতে পেরে নাগরিক ফোরাম গর্বিতবোধ করছে। সমাজের অনেক বিত্তবান আছেন তারা যদি সামান্য সহযোগিতা করে তাহলে দরিদ্র পরিবারের কষ্ট থাকবে না। তাই সআাইকে এসময়ে সহযোগিতার হাত প্রসারিত করতে আহবান জানানো হয়।
আপনার মন্তব্য লিখুন