একদিনে সর্বোচ্চ ১০৯৭ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত ১১২
মেহেদী হাসান মুকুট প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ , ৯ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মেহেদী হাসান মুকুট : আজ ৯ই এপ্রিল (বৃহস্পতিবার), দেশে ১০৯৭ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস এর রোগী সনাক্ত হয়েছে ১১২ জন, তাদের মধ্যে ষাটোর্ধ একজন পুরুষ মৃত্যুপথের যাত্রী হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩৩০।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি দেশের সকল জনগনকে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানান।
গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণে প্রথম রোগী শনাক্ত হওয়ার পরে ১৮ই মার্চ কেউ মৃতু্বরণ করেন। এর পর থেকেই প্রতিনিয়ত মৃত্যুর মিছিলে যোগ দিয়ে এখন অবদি এই সংখ্যা ২১ এ গিয়ে দাড়াল।
ছবিঃ রয়টার্স
আপনার মন্তব্য লিখুন