ডাক্তার নার্স আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য বীমা, মধ্যবিত্তদের জন্য রেশন, মাননীয় প্রধানমন্ত্রী
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ , ৭ এপ্রিল ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
ডেস্ক রিপোর্টঃ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ প্রেস ব্রিফিং এর মাধ্যমে ঘোষনা করছেন করোনা মোকাবেলায় সেবা প্রদান করতে গিয়ে যদি কোন চিকিৎসক, নার্স, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা এ সংশ্লিষ্ট কেউ করোনায় আক্রান্ত হয় তাহলে পোষ্ট ভেদে তাদেরকে নগদ সহায়তাসহ পাঁচ থেকে দশ লক্ষ টাকার বীমা প্রদান করা হবে।
আর করোনা আক্রান্ত হয়ে যদি উনাদের কেউ মৃত্যুবরন করে তাহলে বীমা ও নগদ সহায়তার পরিমাণ দশগুন বাড়িয়ে পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি টাকা করা হবে।
এছাড়াও যেসকল পেশাজীবী চিকিৎসক, ডাক্তার, নার্স, স্বাস্থ্য কর্মী, সেনাবাহিনী, পুলিশ সহ অন্যান্য ব্যাক্তি শুরু থেকে যারা সেবা দিয়ে আসছেন করোনা যুদ্ধ শেষে তাদের পুরস্কৃত করা হবে।
মধ্যবিত্তদের তালিকা তৈরী করা হচ্ছে যারা কারও কাছে হাত পাততে পারেনা আবার কামাই রোজগার নেই তাদের সহায়তায় বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছে।তাদের প্রত্যেককে কার্ড করে দেয়া হবে তারা যেন কম মূল্যে পন্য ক্রয় করতে পারে।
করোনা মোকাবেলায় সকলকে নিয়ম মেনে চলার আহ্বান করেছেন।
আপনার মন্তব্য লিখুন