লাক্ষ লাক্ষ গার্মেন্টস কর্মিদের ঢাকায় ডাইকা নিয়েছেন যারা, তারাতো দেশটাকে মৃত্যুর মুখে ঠেলে দিলেন!
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ , ৫ এপ্রিল ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
লাক্ষ লাক্ষ গার্মেন্টস কর্মি দের
ঢাকায় ডাইকা নিয়েছেন যারা,কর্মিদের নিরাপত্তা তারাই দিবেন, অসহায় মানুষের সাথে মসকরা মেনে নেয়া হবেনা।
গার্মেন্টস চালু করে ৪১ লাখ পোশাক শ্রমিকের জীবন মৃত্যুর ঝুকিতে ফেলানোর এমন অযৌক্তিক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
করুণা ভাইরাসের প্রাদুর্ভাব যেখানে দিন দিন মানুষ আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যাও হুরহুর করে বাড়ছে ঠিক এহেন পরিস্থিতিতে তাদের এই সিদ্ধান্তটা কতটুকু যৌক্তিক?
বিজিএমইএ আগে কেন এই সিদ্ধান্তটা নিল না। এটা আরো অনেক আগে বলা উচিৎ ছিল।
কলকারখানা এ লোক গুলো কত কষ্ট করে চাকরি যাওয়ার ভয়ে করোনা ভাইরাসকে উপেক্ষা করে গন্তব্যে স্থানে এসেছে। এখন এসব লোক আবার বাড়ি যাবে তাতে আরো বেশি করোনা ভাইরাস হওয়ার ঝুঁকিতে পড়বে।
আপনার মন্তব্য লিখুন