সৌদি আরবে ফ্রিতে তিন মাসের আকামার মেয়াদ বাড়ানো হল
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ , ৪ এপ্রিল ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
সৌদিতে অবস্থানরত কিংবা ছুটিতে সৌদির বাইরে অবস্থানরত যাদের আকামার ( আমেল মনজিলি ও সায়েক খাছ ছাড়া) মেয়াদ ১৮-৩-২০২০ হতে ৩০-৬-২০২০ এর মধ্যে শেষ হবে তাদের ইকামার মেয়াদ অটোমেটিক আরো তিনমাস বৃদ্ধি পাবে কোন ফি ছাড়াই। এই জন্য যাওয়াজাত অফিসে যাওয়ার প্রয়োজন নেই। এই সুযোগ সকলের জন্যই, সৌদিতে অবস্থানরত কিংবা ছুটিতে সৌদির বাইরে অবস্থানরত। এর ফলে দেশে অবস্থানরত যারা শংকায় ছিলেন যে আপনাদের ইকামার মেয়াদ শেষ হয়ে গেলে ঝামেলায় পরবেন সেই শংকা আর রইলো না।
সূত্র: সৌদি জাওয়াযাত
আপনার মন্তব্য লিখুন