করোনা মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়া শিক্ষা পরিবারের উদ্যোগে “পাশে আছি আমরা” সংগঠনের আত্মপ্রকাশ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ , ৩১ মার্চ ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
প্রফেসর ফাহিমা খাতুন এর আহবানে বৈশ্বিক করোনা ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়ার নিম্ন আয়, ছিন্নমূল ও অসহায় মানুষের সহায়তার উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া শিক্ষা পরিবারের উদ্যোগে “পাশে আছি আমরা” নামে সংগঠনের আত্মপ্রকাশ করেছে।
প্রফেসর ফাহিমা খাতুনের নির্দেশনায় দ্রুত সহায়তার জন্য তহবিল গঠন করা হচ্ছে এবং প্রাথমিক ভাবে তিনি ১,০০,০০০৳ (এক লক্ষ) টাকা তহবিলে প্রদান করেছেন। সেলক্ষ্যে একটি ব্যাংক একাউন্ট খোলা হয়েছে। শিক্ষকগণের পাশাপাশি সমাজের বিত্তশালী, আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উক্ত তহবিলে সহায়তা করতে অনুরোধ করা হয়। জেলা প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে অসহায় ব্যক্তিদের যথাযথ সহায়তা করা হবে।
হিসাবে নাম: পাশে আছি আমরা।
হিসাব নং: 02734014531,
PASHE ACHI AMRA
STANDARD BANK LIMITED, BRAHMANBARIA.
প্রধান পৃষ্ঠপোষক :
প্রফেসর ফাহিমা খাতুন
ট্রেজারার, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়
(অপ.) মহাপরিচালক গ্রেড-১, মাউশি, বাংলাদেশ, ঢাকা।
উপদেষ্টা মন্ডলী:
ব্রাহ্মণবাড়িয়া সদরের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান।
সমন্বয়কারী:
মোহাম্মদ হামজা মাহমুদ।
ফরিদা নাজমীন।
এস.আর.এম. ওসমান গনি (সজীব)।
মোহাম্মদ সাহিদুল ইসলাম।
আপনার মন্তব্য লিখুন