এডঃ লোকমান এর ব্যক্তিগত উদ্যোগে অষ্টগ্রামে ত্রাণ বিতরণ ও জনসচেতনতা মূলক কার্যক্রম
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ , ৩১ মার্চ ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
নিজাস্ব প্রতিবেদক; দৈনিক আয় ভিত্তিক শ্রমজীবী মানুষ যারা বর্তমানে করোনা ভাইরাস জনিত অঘোষিত লকডাউন এ বেকার ও মানবতার জীবন যাপন করছেন তাদের জন্য গতকাল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট লোকমান হোসেন ব্যক্তিগত উদ্যোগে উপজেলার অষ্টগ্রাম তেলীনগর নন্দনপুর মোহনপুর মজলিশপুর মইন দারমা বাজার সহ বিভিন্ন স্থানে ত্রাণ কার্যক্রম পরিচালনা ও করোনা জনিত সতর্কতামূলক প্রচারণা চালানো হয়। এডঃ লোকমান প্রত্যাশা করেন সমাজের বিত্তবান চিত্তবান ও বিবেকবান মানুষ এই বৈশ্বিক মহামারীর সময়ে আর্থিকভাবে অসচ্ছল অসহায় শ্রমজীবী মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। মানুষ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান।
আপনার মন্তব্য লিখুন