দেশের দুর্যোগময় পরিস্থিতি মোকাবেলায় লায়ন উমর ফারুক এর উদ্যোগে ত্রান তৎপরতা ও সচেতনতা কার্যক্রম পরিচালনা
ব্যবস্থাপনা সম্পাদক প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ , ৩০ মার্চ ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
মেহেদী হাসান মুকুটঃ ১১ নং সুলতানপুর ইউনিয়নপরিষদ এর চেয়ারম্যান লায়ন উমর ফারুক দেশের বর্তমান সঙ্কটময় মূহুর্তে সরকারি ত্রান তৎপরতায় সহায়তা করতে স্বউদ্যোগে নিজস্ব তহবিল হতে ইউনিয়ন এর কর্মহীন ওনিম্ন আয়ের লোকদের মাঝে ৫ টন চাউল, ২.৫০ টন আলু, ১.৫০ টন ডাল ও প্রয়োজনীয় ডিটারজেন্ট প্রায় ১৫শত পরিবারের মাঝে পৌছে দিয়েছন।
এছাড়াও মুজিববর্ষ উপলক্ষে তিনি ইউনিয়ন এর গুরুত্বপূর্ণ রাস্তার মোড় ও ধর্মীয় প্রতিষ্ঠানে নিজস্ব তহবিল হতে১৫০টি হ্যাজাক লাইট স্থাপন করেছেন।
তিনি ত্রাণ দেয়ার পাশাপাশি জনগণকে করুনা ভাইরাস এর ভয়াবহতা সম্পর্কে অবহিত করছেন ও সামাজিক দুরত্ববজায় রাখতে সচেতনতা করছেন।
লায়ন উমর ফারুক জানান, “তিনি তার এই কার্যক্রম দেশের সার্বিক পরিস্থতি গুছিয়ে না আসা পর্যন্ত অব্যাহত রাখবেন।”
তার এই সচেতনতামূলক কর্মকান্ডে ইউনিয়ন এর সর্বস্তরের মানুষ সার্বিকভাবে সহযোগিতা করছে।
আপনার মন্তব্য লিখুন