যার প্রয়োজন নিয়ে যাচ্ছে সেলফি নিয়ে ব্যস্ত নয়
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ , ২৯ মার্চ ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
আলমগীর হোসেন শিশির- খাবারের স্তুপ দেখে হয়ত আপনার মাথা পেছনের দুকে টার্নিং নিিচ্ছে। ছবি দেখেই অনুমান করছেন আমার আপনার প্রিয় মাতৃভূমির ছবি এটি নয়। এটি ইন্দোনেশিয়ার ছবি। তারা অসহায়দের জন্য একটি খোলা মাঠে এভাবে খাবার রেখে গেছেন। যার যা প্রয়োজন সে তাই নিয়ে যাবে। এখানে কিন্তু দান করে সেলফি তোলার কোন চান্স নেই। আবার অনেক মর্যাদাশালী ব্যক্তিদের মান সম্মান হারানোরও কোন চান্স নেই। সমাজে এমন অনেক মানুষ আছেন, যারা না খেয়ে মারা গেলেও অন্যের কাছে লজ্জায় হাত পাতবেনা। আল্লাহর রাসূল (সা) বলেছেন, যারা অভাবী কিন্তু প্রকাশ করতে লজ্জা পাই, তাদের বাড়ী আগে খাবার পৌঁছে দাও।
আচ্ছা ধরুন বাংলাদেশে এভাবে অসহায়দের জন্য খাবার রেখে যাবার নিয়ম চালু হল। কিন্তু বুকে হাত দিয়ে কি বলতে পারবেন, সেটি প্রকৃত অসহায়দের নিকট পৌঁছাবে? নাকি পাতি নেতা পিকাপ নিয়ে এসে সব বাজারে পাইকারি বিক্রি করবে?
আল্লাহ আমাদের প্রকৃত ঈমান দান করুন। আমরা যেন সত্যিকার অর্থেই মানুষের পাশে দাঁড়াতে পারি। মানবতার জয় হোক।
আলমগীর হোসেন শিশির।
আপনার মন্তব্য লিখুন