৪ঠা জুন, ২০২৩ ইং | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

করোনা মোকাবেলায় যুদ্ধ ময়দানের সম্মানিত ডাক্তারদের বলছি  

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:২৩ পূর্বাহ্ণ , ২৮ মার্চ ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

  1. এমদাদুল হক; দেশবাসীর প্রিয় সন্তান,করোনা মোকাবেলায় যুদ্ধ ময়দানের সম্মানিত ডাক্তার মহোদয়,
  2. ৩০ লক্ষ অকুতোভয় বীর বাঙ্গালীর সূর্য সন্তান বীর মুক্তি যোদ্ধা’র উৎসর্গ কৃত জীবনের বিনিময়ে অর্জিত এই স্বাধীন দেশে অনেক রাজনৈতিক সংকট দেখেছি, দেখেছি প্রাকৃতিক দূর্যোগ -সিডর,অাইলা,মহাসেন, নার্গিস, ফণি’র ভয়ংকর তাণ্ডবে প্রকৃতির সেই লন্ডভন্ড বির্ভৎস চেহারা ও হাজার হাজার প্রাণী এবং মৃত মানুষের উপত্যকা। এতোসব দূর্যোগেও এ জাতি কখনো সাহস হারায়নি। কিন্তু অাজ অদৃশ্য এক ভাইরাস বিশ্বের অনেক পরাক্রমশালী দেশের বিজ্ঞানীগনের সকল শক্তি পরাস্ত করে সে মহাশক্তিতে রুপ নিয়ে বিশ্ব জুড়ে শত শত কোটি মানুষ যেখানে বাদ নেই রাজা মহারাজা সবাইকে অাতঙ্কিত করে তুলেছে। সারা বিশ্ব করেছে এক মহা কারাগারে পরিণত। জাতির এই মহা দুর্যোগ মোকাবেলায় কোন কিছুর মুখাপেক্ষী বা অপেক্ষায় না থেকে বিপন্ন মানবতা রক্ষার যুদ্ধে বীর বাঙ্গালীর দুঃসাহসিক সন্তান হিসেবে অাপনারা অারো সর্ব শক্তি নিয়োগ করে ঝাপিয়ে পড়ুন। পিপিই নিয়ে অনেক কথা হয়েছে। মনে রাখতে হবে ১৮ কোটি মানুষ এসব কিছুই বুঝতে নারাজ। অাজ তারা অধীর আগ্রহে তাকিয়ে অাছে অাপনাদের মুখ পানে। বাঙ্গালী জাতি পরাজয় মানতে পারেনা। ইনশাআল্লাহ এই যুদ্ধেও অামরা জয়ী হবো। এ জাতি কখনোই ভুলবে না অাপনাদের এ ঋণ। বহু কাল মনে রাখবে গভীর শ্রদ্ধা ও ভালবাসায়। অামি গর্বিত যে, অামার এলাকার কয়েক জন তরুণ ডাক্তার সার্বক্ষণিক ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বসাধারণকে সাহস যোগিয়ে যাচ্ছে। ধন্যবাদ স্নেহাস্পদ ডাঃ গাউসুল অাজম, ডাঃ মতিয়ার রহমান, ডাঃ শাহীন রেজা সহ অন্যেরা।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

March 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন