এ লজ্জা কার…? আমরা কি এতই নির্বোধ!
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ , ২৮ মার্চ ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
শাহরিয়া হোসেন সবুজ– এ লজ্জা পুরো জাতিকে কলঙ্কিত করছে নয়কি। বাবার বয়সী মুরুব্বীদের কান ধরিয়েছে আবার ছবিও তুলছে উনার নিজের মোবাইল দিয়ে।উনি কি বুঝাতে চেয়েছেন উনি মহাকাজ করে ফেলেছেন। এটার মানে কি অতিরিক্ত বাড়াবাড়ি নয় কি? কোথায় গিয়ে দাড়িয়েছে মানবতা আর মানুষের মূল্যবোধ…?
কান ধরে উঠবস করানো বৃদ্ধ লোক গুলো ভ্যানচালক বা দিনমুজুর হবে। পেটের দায়ে সংসারের চাল-ডাল কিনতে এসেছিলেন যশোরের মণিরামপুরের চিনেটোলা বাজারে। এই অপরাধে উপজেলার এসিল্যান্ড সাইমা হাসান জনসম্মুখে তাকে কান ধরে উঠবস করালেন। উনি এই বৃদ্ধ লোক গুলোকে বুঝিয়ে দিতে পারতেন, কিন্তু উনি তা না করে উনার নিজের হ্মমতাবলে যা ইচ্ছে তাই করে দেখিয়েছেন এই অসহায় মানুষ গুলোর সাথে, আবার মজার ঘটনা মনে করে তিনি ছবি তুলে নিজের মোবাইলে সযত্নে রেখে দিলেন। এসিল্যান্ড দেশের সামান্য একজন কর্মচারি। আমি মেনে নিলাম দেশে লকডাউন আর যাই বলুন এরা তো হত দরিদ্র।
এই ছবি দেখে আমি স্থির থাকতে পারছি না।
আমি সরকারের কাছে তার শাস্তি দাবি করছি। অনতিবিলম্বে তাকে ক্লোজ করা হউক
শাহরিয়ার হোসেন সবুজ , যশোর
আপনার মন্তব্য লিখুন