ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘন্টায় আরো ৫০জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে
নির্বাহী সম্পাদক প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ , ২৭ মার্চ ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
জহির রায়হান : ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে গত ২৪ ঘন্টায় আরো ৫০ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানান স্বাস্থ্য বিভাগ।
আজ শুক্রবার (২৭ মার্চ) পর্যন্ত মোট ২৪৮৪ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এদের মধ্যে মেয়াদ পেরিয়ে যাওয়ায় ১৬১৪ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে থেকে মুক্ত করে দেয়া হয়েছে। বর্তমানে ৮৭০ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রয়েছে।
এদিকে কনোরায় আক্রান্তদের চিকিৎসা দেয়ার জন্য বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,
ব্রাহ্মণবাড়িয়া হার্ট ফাউন্ডেশন ও পৌর আধুনিক সুপার ভবনের ৩য় তলা চিকিৎসা দেয়ার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে।
সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ একরাম উল্লাহ আরো জানান, এখনো পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত কোন ব্যক্তি সনাক্ত হয়নি।
আপনার মন্তব্য লিখুন