১লা জুন, ২০২৩ ইং | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন 1998 OR2 গ্রহাণুর যার ব্যাস 13,500 ফুট – 2020 সালের 29 এপ্রিল, পৃথিবীকে আঘাত হানতে পারে

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ , ২১ মার্চ ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

  1. নাসার বিজ্ঞানীরা
    জানিয়েছেন 1998 OR2
    গ্রহাণুর যার ব্যাস 13,500 ফুট।
    2020 সালের 29 এপ্রিল,
    পৃথিবীকে আঘাত হানতে
    পারে এই গ্রহাণু।
    ঐ দিন বাংলাদেশ সময়
    বিকাল 3 টা 26 মিনিটে
    আমরা দেখতে পাবো যা
    রমযান মাসের 6 তারিখ ।

    *রাসুল সা: বলেন — রমযানে
    আকাশ থেকে বিকট শব্দ
    আসবে।
    রমজানের 5 তারিখের পর
    শেষ রাতো আকাশে
    তারকা বিষ্ফোরন হবে ৷
    তোমরা তখন কানে হাত
    রেখে সিজদাতে “”সুবহানাল
    কুদ্দুস”” “”রব্বুনাল কুদ্দুস “”
    বলবে ৷ সাথে এক বছরের
    খাবার মজুদ রাখবে ৷

    এখন আসি Science এর
    ভাষাতে,,,
    ধোঁয়ার আগমণ এবং
    এস্টেরয়েড 1998 OR 2.
    কিয়ামতের বড় আলামত কি
    2020 সালেই প্রকাশিত হবে?
    কিয়ামতের অন্যতম বড়
    আলামত হচ্ছে আখেরী
    যামানায় কিয়ামতের
    সন্নিকটবর্তী সময়ে বিশাল
    আকারের একটি ধোঁয়া বের
    হয়ে আকাশ এবং যমীনের
    মধ্যবর্তী খালি জায়গা পূর্ণ
    করে ফেলবে। এই ধোঁয়া
    মুমিন ব্যক্তিদেরকে
    সামান্য একটু সর্দি-কাশি ও
    জ্বরে আক্রান্ত করে দিবে।
    কাফেরদের শরীরের
    ভিতরে প্রচন্ডভাবে প্রবেশ
    করবে। ফলে তাদের শরীর
    ফুলে যাবে এবং শরীরের
    প্রতিটি ছিদ্র দিয়ে ধোঁয়া
    বের হবে। এটি তাদের জন্য
    একটি যন্ত্রনাদায়ক আযাবে
    পরিণত হবে।

    আপনি কি জানেন?
    এবছর ২৯ এপ্রিল একটি ৪
    কিলোমিটারের এস্টেরয়েড
    পৃথিবীর পাশ দিয়ে যাবে।
    এস্টেরয়েড টির নাম 1998
    OR2.(গুগলে সার্চ করে দেখতে
    পারেন)।
    বিজ্ঞানীরা আশংকা
    করছে এটি যদি পৃথিবীকে
    আঘাত করে তাহলে
    হিউম্যান সিভিলাইজেশন
    ধ্বংস হয়ে যাবে।

    এখন কথা হলো, হাদিসে
    পাওয়া যায় যে কিয়ামতের
    পূর্বে রমজান মাসে এক বিকট
    আওয়াজ হবে।এতে ৭০ হাজার
    মানুষ বধির হবে,৭০ হাজার
    বোবা হবে এবং ৭০ হাজার
    মানুষ অজ্ঞান হয়ে যাবে।
    এটা ইমাম মাহদী
    আত্মপ্রকাশেরও আলামত।
    ভাববার বিষয় হলো, ২৯
    এপ্রিল কিন্তু রমজান মাস
    পরে “6 রমজান”।

    জানিনা এটা সেই রমজান
    মাস কিনা।
    এস্টেরয়েড টি যদি আকাশে
    বিস্ফোরিত হয় তাহলে
    বিকট শব্দ হবে। আবার সূরা-
    দোখানের সেই ধোয়া ও
    সৃষ্টি হতে পারে…
    আল্লাহু আলাম।

    * কোরআন বলে — তোমরা
    কি নিশ্চিত হয়ে গেছো যে,
    আসমানে যিনি রয়েছেন
    তিনি তোমাদের উপর পাথর
    নিহ্মেপ করবেন না ???
    তখন তোমরা জানতে পারবে
    কিরুপ ছিলো আমার
    সতর্কবানী। — সুরা মুলক –
    আয়াত-১৭
    (সংগৃহীত)

#Collected

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

March 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন