কাপাসিয়ায় সংবাদ কর্মি কোয়ারেন্টাইন কেন্দ্রে
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ , ২১ মার্চ ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
কাপাসিয়ায় সংবাদ কর্মি কোয়ারেন্টাইন কেন্দ্রে, নিয়ম ভঙ্গ ও প্রোটেকশন না নিয়ে কোয়ারেন্টাইনের কেন্দ্রর ভিতরে প্রবেশ
নিয়ম ভঙ্গ করে কাপাসিয়ার পাবুর মা ও শিশু কোয়ারেন্টাইন কেন্দ্রে প্রোটেকশন না নিয়ে রুবেল নামে এক সংবাদ কর্মি ভিতরে প্রবেশ করায় তার এবং জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে ১৪ দিনের জন্য তাকে কাপাসিয়ার পাবুর মা ও শিশু কল্যাণ কোয়ারেন্টাইন কেন্দ্রে আনা হয়েছে। শনিবার রাতে শ্রীপুর থেকে অ্যাম্বুলেন্সে তাকে আনা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ ইসমত আরা বলেন যেহেতু সে কোন প্রটেকশন না নিয়ে কোয়ারেন্টাইন কেন্দ্রে প্রবেশ করে তার এবং সকলের নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে ১৪ দিনের জন্য রাখা হয়। সে চ্যানেল আই গাজীপুর প্রতিনিধির ক্যামেরামেন।
আপনার মন্তব্য লিখুন