শিফা ফার্মেসী করোনা ভাইরাস প্রতিরোধে এক ব্যতিক্রমী উদ্যোগ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ , ২০ মার্চ ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের অন্যতম মডেল ফার্মেসী আল শিফা ফার্মেসী করোনা ভাইরাস প্রতিরোধে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। তারাই প্রথম সারা শরীর আবৃত্ত করে (এপ্রোন, মাস্ক, টুপি, গ্লাভস পরে) ক্রেতাদের নিকট ওষধ সুলভ দামে বিক্রি করছেন। তারাই একমাত্র ঔষধ ব্যবসায়ী যে মাস্ক নিয়ে মুনাফা অর্জনের কোন কেলেংকারী ঘটনার জন্ম দেয়নি। মানুষের এমন র্দুদিনে তারা কোন ধান্দায় লিপ্ত হয়নি। ব্রাহ্মণবাড়িয়া টাইমস পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ আল শিফা কর্তৃপক্ষকে। মানবিক কারণে অন্যান্য ফার্মেসিগুলো মুনাফা লাভের চেয়ে মানব সেবায় এগিয়ে আসুন সুলভ মূল্যে ঔষধ বিক্রি করুন।
আপনার মন্তব্য লিখুন