আতংক নয়,এমনকি আশংকাও নয়, মুশকিল বারোটা হলে আসান তেরোটা!!!
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ , ২০ মার্চ ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে- আতংক তো নয়ই,এমনকি আশংকাও নয়, আসুন আশা ছড়াতে থাকি,মুশকিল বারোটা হলে আসান কিন্তু তেরোটা!!!
মসজিদুল হারাম ও মসজিদে নববীর প্রধান ইমাম, শায়খ ড. আব্দুর রহমান সুদাইসি, প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসের থেকে মুক্তিতে তিনি আল্লাহর কাছে এভাবে আবেদন করেন-
” বিপদ যত বড় হোক, তা চিরদিনের নয়।
বরং বিপদ যত বড় হোক না কেন,
আল্লহর রহমত তার চেয়ে অনেক বড়।
আল্লাহর ইচ্ছায়, আমাদের মুক্তি অতি কাছেই।
সুতরাং হতাশ হবেন না।
অধৈর্য হবেন না। অস্থিরতা প্রকাশ করবেন না।
আল্লাহকে স্মরণ করতে থাকুন।
আল্লাহর ওপর ভরসা রাখুন।
আল্লাহর সিদ্ধান্তের ওপর নিজের সবকিছু সমার্পণ করুন। অন্যকেও আল্লাহর ওপর ভরসা করতে নিশ্চিন্ত করুন।
আল্লাহর কাছে তিনি আরও আহ্বান করেন-
– হে আল্লাহ! মুসিবত দিন দিন কঠিন থেকে কঠিন হচ্ছে। চারদিক অন্ধকার হয়ে আসছে। তুমি ছাড়া আমাদের ফরিয়াদ শোনার আর কেউ নেই হে আল্লাহ! তুমি ছাড়া আর কে আছে? হে আল্লাহ! যার কাছে আমরা সাহায্য চাইব।
– হে আল্লাহ! আমাদের এ অবস্থার ওপর দয়া করুন। আমাদের অক্ষমতাগুলো দূর করে আমাদের ক্ষমা করুন। হে আল্লাহ! তুমিই আমাদের অভিভাবক।
আমিন !
(সংগৃহীত)
আপনার মন্তব্য লিখুন