সবাইকে কাঁদিয়ে ডাঃ ফ্রান্সিস খাঁন চলে গেছেন না ফেরার দেশে–
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ , ১৯ মার্চ ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
অদ্য ভোর ৫ টায় চিকিৎসারত অবস্থায় ঢাকা পিজি হাসপাতাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যুকালে তার বয়স ছিল (৪৮) তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়ে রেখে মৃত্যুবরণ করেন। পরিবার সূত্রে জানা গেছে ঢাকায় মিরপুর নারিন্দায় লাশ দাফন করা হবে।
তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়াবাসী হারালো একজন অভিজ্ঞ ডাক্তার ও একজন ভালো মানুষ। তিনি ছিলেন গরীব দুঃখী মানুষের প্রিয় ডাক্তার বিনা পয়সায় সেবা প্রদানকারী প্রিয় মানুষটিকে হারিয়ে অনেকেই চোখের জল ধরে রাখতে পারেনি। ডাঃ ফ্রান্সিস এর শুন্যতা পূরণ হবার নয়।
তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়াবাসী গভীর ভাবে শোকাভিভূত শহরের মৌড়াইল ও মিশন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ডাঃ ফ্রান্সিস খানের সবচেয়ে বড় গুণ ছিল তিনি অসহায় গরীব রোগীদের বিনা পয়সায় চিকিৎসা করার পাশাপাশি ঔষধ দিয়েও সহযোগিতা করতেন। ব্রাহ্মণবাড়িয়া টাইমস পরিবারের পক্ষ থেকে আল্লাহর কাছে প্রার্থনা তাকে মাফ করে দিন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুন।
আপনার মন্তব্য লিখুন