করোনা আক্রান্ত দেশ থেকে ব্রাহ্মণবাড়িয়া ফিরেছেন ৯ হাজার প্রবাসী
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ , ১৮ মার্চ ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
বিশ্বের বিভিন্ন দেশ থেকে গত দুই সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়ার নিজ এলাকায় ফিরেছেন প্রায় ৯ হাজার প্রবাসী। তাদের সবাই করোনা আক্রান্ত দেশ থেকে এসেছেন। স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে জেলার পুলিশ সুপারের কার্যালয়কে এতথ্য জানিয়ে বুধবার মেইল পাঠানো হয়েছে। তাদের অবস্থা পর্যবেক্ষন করে নিয়মিত প্রতিবেদন পাঠানোর নির্দেশও দেয়া হয়। এদিকে ১৪ প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখার কথা জানিয়েছেন জেলার সিভিল সার্জন মো: শাহআলম। তাদের মধ্যে ১২ জনই ইটালি থেকে এসেছেন। আর দু-জনের একজন সৌদি ও ক্রোশিয়া থেকে আগত। এদিকে হোম কোয়ারেন্টিানে না থাকায় বাঞ্ছারামপুরে ওমান ফেরত এক প্রবাসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন