সদরের এমপি,জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ রাজনৈতিক সামাজিক সংগঠনের পুষ্পস্তবক অর্পণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ , ১৭ মার্চ ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাঙ্গালী ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা পুলিশের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পণ করেন ব্রাহ্মণবাড়িয়া সদরের এমপি র,আ,ম মোকতাদির চৌধুরি জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খাঁন পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুর রহমান।
অদ্য সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের বঙ্গবন্ধু স্কয়ারে জেলা প্রশাসকের উদ্যোগে সারাদিন ব্যাপী বঙ্গবন্ধুর শততম জন্মদিনের অনুষ্ঠানের প্রাক্কালে বঙ্গবন্ধু স্কোয়ারে পুষ্পস্তবক অর্পণের অনুষ্ঠান শুরু হয়।
পুস্পস্তবক অর্পণকালের পূর্বে জাতির পিতার স্মরণে অনার অব গার্ড প্রদান এবং এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সদরের মোকতাদির চৌধুরী এমপি, জেলা প্রশাসক, হায়াৎ উদ দৌলা খাঁন ব্রাহ্মণবাড়িয়া, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এমপি ডিসি এসপি পুষ্পস্তবক অর্পণের পর বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক সামাজিক সংগঠন সংগঠন বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
আপনার মন্তব্য লিখুন