এবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন জনগণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:১৮ পূর্বাহ্ণ , ৬ মার্চ ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
পুলিশের বিরুদ্ধে অভিযোগ করতে গঠন করা হয়েছে আইজিপিস সেল নামক কমপ্লেইন্ট সেল। এই শেল ২৪ ঘণ্টা খোলা থাকবে জনগনের সুবিধার্থে। এখন থেকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করতে পারবে জনগন।
পুলিশ হেডকোয়ার্টার্স ডিআইজি তত্ত্বাবধানে এস শেল টি পরিচালিত হবে অপেশাদারিত্ব আচরণ ও অসৎ কর্মকাণ্ডে বিরুদ্ধে যে কোন অভিযোগ উত্থাপন করতে পারবে ভুক্তভোগীরা। সাধারণ জনগণ জন্য উন্মুক্ত করা হয়েছে দু’টি মোবাইল নাম্বার। ইতিমধ্যে এই শেল গঠন হওয়ায় পর পুলিশের অপেশাদারিত্ব আচরণ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নে হচ্ছে। যে সকল পুলিশ অসদাচরণ করে পার পেয়ে গেছে এখন আর তা সম্ভব নয়। পুলিশের বিরুদ্ধে কোথায় অভিযোগ করলে স্বাচ্ছন্দ্যবোধ করবেন ভুক্তভোগীরা এতদিন ছিল দ্বিধাদ্বন্দ্বে, পুলিশ হেডকোয়ার্টারে আইজিপিস সেল গঠন করার পর আর কোন দ্বিধা দ্বন্দ্ব পড়তে হচ্ছে না এখন সরাসরি মোবাইলে নয়তো ডাক অথবা কুরিয়ার সার্ভিসে অভিযোগ উত্থাপন করছে প্রতিকার পাচ্ছে।
আপনার মন্তব্য লিখুন