দিল্লির মসজিদে নয় আগুন দিচ্ছে মুসলিমদের কলিজায়
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ , ২৯ ফেব্রুয়ারি ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
ওরা দিল্লীর মসজিদে নয়,
আগুন দিচ্ছে বিশ্বের ১৮০ কোটি মুসলিমের কলিজায়।
পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই মসজিদগুলো আল্লাহর জন্য। সুতরাং আল্লাহর সঙ্গে কাউকে ডেকো না।’ (সুরা : জিন, আয়াত : ১৮)।
ওরা জানেনা ওরা কি করছে। এর পরিনাম কতটা ভয়াবহ হতে পারে। চীনরা এমনটাই করেছি ছিল তার ফলাফল এখন দেখতে পাচ্ছে বিশ্ব। এক সময় তারা মসজিদ ধ্বংস করেছিল হিজাব নিষিদ্ধ করেছিল কিন্তু অাজ তারা পুরুষ নারী সবাইকে এখন হিজাব থেকে বড় মাস্ক পরে থাকতে হচ্ছে। চীন এখন মৃত্যু পুরিতে পরিণত হয়েছে। অাল্লাহ অামাদের গজব থেকে রক্ষা করুক”আমিন”
আপনার মন্তব্য লিখুন