কাদিয়ানীদের সরকারিভাবে অমুসলিম ঘোষণার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসম্মেলন, আসছেন আল্লামা আহমদ শফি
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ , ২৩ ফেব্রুয়ারি ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
আগামী ২৭ফেব্রুয়ারী কাদিয়ানীদের সরকারিভাবে অমুসলিম ঘোষণা করার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় খতমে নবুওয়াত মহাসম্মেলনের আয়োজন করেছেন। যাতে অন্যান্যের মধ্যে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ আহমদ শফি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।জেলা ঈদগাহ ময়দানে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এ কর্মসূচি শুরু হবে।
রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসায় এ উপলক্ষ্যে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনের আয়োজন করে আন্তর্জাতিক মজলিশে তাহাফফুজে খতমে নবুওয়াত ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।
এতে বক্তব্য রাখেন মাওলানা আশেকি এলাহি ইব্রাহীমী, আল্লামা মুফতি মোবারক উল্লাহ, আল্লামা শায়খ সাজিদুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল আলম, মুফতি আব্দুর রহিম কাসেমী ও চিকিৎসক বজলুর রহমান
আপনার মন্তব্য লিখুন