৫২’র পথ ধরেই এসেছিল ৭১ এর মুক্তিযুদ্ধ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ , ২১ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
৫২’র পথ ধরেই এসেছিল ৭১ এর মুক্তিযুদ্ধ। ৫২ না থাকলে হয়তো ৭১ দীর্ঘ হতো। স্বাধীনতা যদি হয় আলোকিত সকাল, তবে ভাষা আন্দোলন নিশ্চিত রক্তিম সূর্য! যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’; ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী সকল বীরদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি। যারা ৫২ভাষা আন্দোলনে লড়াই সংগ্রাম করে আমাদের মাতৃভাষাকে উজ্জ্বল রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে তাদের কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
রফিক জব্বার সালাম বরকত নাম না জানা আরো কত ভাই বোন এ ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন তাদের ঋণ আমরা কখনো শোধ করতে পারব না বিশ্ববাসী আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করছে আমরা বাঙালি জাতি আমাদের মায়ের ভাষা কে রক্ষার জন্য এত রক্ত ঢেলে দিয়েছে যা বিশ্বের ইতিহাসে আর কোনো দেশ করে নাই **সাবাস বাঙালি জাতি জ্বলে পুরে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়** মনির হোসেন টিপু
আপনার মন্তব্য লিখুন