ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত টাইমস পরিবারের শুভেচ্ছা
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ , ১৪ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
আহা, আজ ই এ বসন্তে,,,
এত ফুল ফোটে,,,,
এত বাঁশি বাজে,,,,
এত পাখি গায় ”,,,,,,
শীতের শেষে প্রকৃতিতে আবারও এলো বসন্তের ছোঁয়া।
বসন্তের রঙে রঙিন হয়ে উঠুক আপনার, আমার,সবার জীবন।
সবাইকে টাইমস পরিবারের পক্ষ থেকে বসন্তের অনেক অনেক শুভেচ্ছা ও বসন্তময় ভালোবাসা।
আপনার মন্তব্য লিখুন