আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ বির্নিমানে অগ্রণী ভূমিকা পালন করবে- মোকতাদির চৌধুরী এমপি
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:১৬ পূর্বাহ্ণ , ১৪ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার চেয়ারম্যান র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে শিক্ষার কোন বিকল্প নেই। কেননা শিক্ষা মানুষের অন্তর দৃষ্টিকে প্রসারিত করে। আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ বির্নিমানে অগ্রণী ভূমিকা পালন করবে, তাই শিক্ষার কোন বিকল্প নেই।
বুধবার কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্প্রিং ২০২০ সেমিস্টার এর ১৩তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমদ সিআইপি।
আপনার মন্তব্য লিখুন