২৬ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখনকে শ্রদ্ধাভরে স্মরণ করেছে ব্রাহ্মণবাড়িয়াবাসী
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ , ১১ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম সদস্য ডাকসুর সাবেক জিএস ১৯৭১ এর বীরসেনানী, তৎকালীন ছাত্র আন্দোলনের চার খলিফার এক খলিফা খ্যাত সাবেক সংসদ সদস্য হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্নেহধন্য ব্রাহ্মণবাড়িয়া তথা সারাবাংলার কৃতিপুরুষ জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন এর ২৬ তম মৃত্যবার্ষিকী যথাযথ মর্যাদায় শ্রদ্ধা ভরে স্মরণ করে পালন করেছেন ব্রাহ্মণবাড়িয়াবাসী এই উপলক্ষে বাদ আসর ব্রাহ্মণবাড়িয়ার জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিলে দল-মত নির্বিশেষে ব্রহ্মনবারিয়া সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। এসময় অনেকে শ্রদ্ধাভরে স্মরণ করেন জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখনকে সর্বশেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা কামনা করে মোনাজাত করা হয়।
আপনার মন্তব্য লিখুন