চারটি বিষয়ে শিক্ষা কার্যক্রম অনুমতি পেল ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ , ২২ জানুয়ারি ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগেইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়াকে চারটি বিষয়ে শিক্ষা কার্যক্রমের অনুমতি দিলেন মঞ্জুরি কমিশন মঙ্গলবার (২১ জানুয়ারি) মঞ্জুরী কমিশনের পক্ষ থেকে এক চিঠিতে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার রেজিস্ট্রারকে এই তথ্য জানিয়েছেন বে-সরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ডঃ মোঃ ফখরুল ইসলাম।
অনুমোদনপ্রাপ্ত বিষয়গুলো হলে স্নাতক সম্মান পর্যায়ে ইংরেজী, সমাজজ্ঞিান ও ব্যবসায় প্রশাসন। স্নাতকোত্তর পর্যায়ে ব্যবসায় প্রশাসন।
এদিকে চলতি জানুয়ারি মাস থেকেই বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে।
ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বিশ্ববিদ্যালয়টির অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।( প্রেস বিজ্ঞপ্তি)
আপনার মন্তব্য লিখুন