এনএসআই কর্মকর্তার ছোটভাইকে কুপিয়ে জখম
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ , ১৯ জানুয়ারি ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় খারাসার গ্রামের (এনএসআই)) কর্মকর্তার ছোটভাই মাহবুবআলম কে কুপিয়ে জখম করেছে রাজনৈতিক দুর্বৃত্তায়নের লেলিয়ে দেয়া প্রতিপক্ষের লোকজন।
শুক্রবার রাতে আশুগঞ্জ উপজেলার খাড়াসার গ্রামে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
আহত মাহবুবুল আলম খারাসার গ্রামের আবদুর রউফের ছেলে, তার বড় ভাই মাসুদ আলম জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যুগ্ম পরিচালক। বর্তমানে নেপালের বাংলাদেশ দূতাবাসে প্রথম সচিব হিসেবে কর্মরত আছেন। আহত মাহবুবুলের পরিবার জানান, মাহবুবুল নরসিংদীর থার্মেক্স গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম)। শুক্রবার ছুটিতে তিনি গ্রামের বাড়িতে আসেন একই গ্রামের বাসিন্দা জাকির হোসেনের সঙ্গে মাহবুবুলের পরিবারের বিরোধ চলে আসছিল।সেই বিরোধের জের ধরে উৎপেতে ছিল। মাহবুব আলম তার ছেলেকে নিয়ে বড়তল্লা গ্রামে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে পরিকল্পিত অনুযায়ী মাহবুবুলের ওপর হামলা চালায় জাকির হোসেন ও তার লোকজন।
হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দিলে গুরুতর আহত হন মাহবুবুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
আপনার মন্তব্য লিখুন