সকলের নিকট কৃতজ্ঞতা ও দোয়াপ্রার্থী- পদকের মর্যাদা সুনাম ধরে রাখা আমার দায়িত্ব ও কর্তব্য” এডিশনাল ডিআইজি মোঃ মনিরুজ্জামান
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ , ১১ জানুয়ারি ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
আলহামদুলিল্লাহ। মাননীয় প্রধানমমণ্ত্রী বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম (সাহসিকতা) পরিয়ে দিলেন আজ রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ ২০১৮ এর উদ্ভোধনী অনুষ্ঠানে।
মহামান্য রাষ্ট্রপতি,মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী,মাননীয় আইজিপি,মাননীয় জননিরাপত্তা সচিব,পদক মনোনয়ন বোর্ড এবং আমার সহকর্মীবৃন্দের প্রতি আন্তরিক কৃতঞ্জতা জানাচ্ছি।
আমরা পদকের জন্য নয় দেশের জন্য কাজ করি, পদকের মর্যাদা ও সুনাম ধরে রাখা আমার দায়িত্ব ও কর্তব্য। আমি আপনাদের কাছে দোয়াপ্রার্থি। যতদিন বাঁচি দেশের জন্য,দেশের মানুষের জন্য কাজ করার তৌফিক রাব্বুল আলামিন যেন দেন,প্রার্থণা এটুকুই।
আপনার মন্তব্য লিখুন